আমেরিকায় টিনটিন
দুঃসাহসী টিনটিন (ফরাসি: Les Aventures de Tintin লেজ়াভ়ন্ত্যুর্ দ্য ত্যাঁত্যাঁ; ইংরেজি ভাষায়: The Adventures of Tintin দ়ি অ্যাড্ভেঞ্চার্স্ অভ়্ টিন্টিন্) বেলজীয় শিল্পী জর্জ রেমি (১৯০৭–১৯৮৩) রচিত একটি কমিক স্ট্রিপ সিরিজ। রেমি এর্জে (বাংলায় হার্জ নামে পরিচিত) ছদ্মনামে এই কমিক সিরিজটি রচনা করেন। ১৯২৯ সালের ১০ জানুয়ারি ল্য ভাঁতিয়েম সিয়েক্ল (Le Vingtième Siècle) নামক একটি বেলজিয়ান সংবাদপত্রের ল্য প্যতি ভাঁতিয়েম[১] (Le Petit Vingtième) নামক শিশুদের ক্রোড়পত্রে ফরাসি ভাষায় সর্বপ্রথম এই সিরিজের আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিকভাবে মোট চব্বিশটি অ্যালবামে প্রকাশিত এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। টিনটিনকে নিয়ে একটি সফল পত্রিকা প্রকাশিত হয়। টিনটিনের গল্প অবলম্বনে চলচ্চিত্র ও নাটকও নির্মিত হয়। সিরিজটি বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা জনপ্রিয় ইউরোপীয় কমিকসগুলির অন্যতম। মোট ৫০টিরও বেশি ভাষায় অনূদিত এই সিরিজের বইয়ের কপি বিক্রির সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে।[২]
দুঃসাহসী টিনটিন
Tintin is standing amongst the main characters and others.
টিনটিন সিরিজের পরিণত পর্যায়ের পান্না কোথায় গল্পের প্রধান ও অন্যান্য চরিত্ররা। সকলের মাঝে দাঁড়িয়ে আছে সিরিজের নায়ক টিনটিন।
উদ্ভাবক-
অ্যার্জে
Download link (drive) bengali dubbed 👇
https://drive.google.com/file/d/1G82g3dgRZzkbhcEQSPga4oK79eG6jmYl/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/1G82g3dgRZzkbhcEQSPga4oK79eG6jmYl/view?usp=drivesdk
O thanks for tintin
ReplyDelete